
মোঃ রাসেল :
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাস তাদেরকে চৌরাস্তা আইল্যান্ডের শেষ মাথায় নামিয়ে দেয়, পরে তারা অটোরিক্সা করে তার ভাতিজার বাসা ভাওয়াল কলেজের সামনে যাওয়ার সময় যাওয়ার সময় ওভার ব্রিজের নিচে আনুমানিক সকাল ৭ ঘটিকায় বৃদ্ধ মহিলার গলার ওড়না অটো রিকশা চাকার নিচে ঢুকলে পরে মহিলা মাটিতে লুটে পড়ে রিক্সার চাকা মহিলাটির মাথার উপরে যাওয়ায় মাথা থেকে দ্রুত রক্তপাত হয়ে জ্ঞান হারান পরে তাকে গাজীপুর জয়দেবপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্ব গত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আমরা জানতে পারি নিহত ব্যক্তি নাম মোছা আফরোজা বেগম বয়স-৬০, জেলা জামালপুর, থানা মেলান্দহ।পরে বাসন মেট্রো থানার থানার এসআই আবু সাঈদ ঘটনাস্থলে গিয়ে লাশ টি পর্যবেক্ষণ করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়।