
ছাত্রদের দিয়ে নতুন দল গঠন, এরপর?
সম্পাদকীয় কলাম -মোঃ শিহাব উদ্দিন,দৈনিক জনজাগরণ।
২৮ শে ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার।
এনসিপি নামে আজকে নতুন একটা দলের আত্মপ্রকাশ হয়েছে, যাদের অবদান এই দেশে অস্বীকার করার কোন উপায় নেই। একটা যৌক্তিক আন্দোলনের মাধ্যমে তাদের সূত্রপাত। এরপর বৈষম্য বিরোধী ব্যানারে যেখানে ছাত্র,জনতা,রাজনীতিবিদ,চিকিৎসক সকল শ্রেণীর লোক একত্রে হয়ে তাদের পাশে দাঁড়ায় লক্ষ একটাই পরিবর্তন। জুলাই ১৬, ২০২৪ইং বৈষম্য বিরোধী আন্দোলনটা রূপ নেয় গণজাগরণের, কে কোন শ্রেণীর, কে কোন পেশার বিভেদ ভুলে একদলীয় স্বৈরাচার হাসিনাকে বিদায় করার একটি মনোভাব দাঁড়ায়, লক্ষ্য একটাই ফ্যাসিস্ট হাসিনার পতন। জুলাই ২৩, ২০২৪ইং আন্দোলন কিছুটা ঝিমিয়ে যায়, বাট রাজনীতিবিদরা অগোচরে তাদের নিশানা ঠিক করে ফেলে আন্দোলনকে বেগবান করার জন্য তাদের দলীয় নেতাকর্মীদের বিভিন্ন পয়েন্টে লাগিয়ে দেয়। ২৭ তারিখে বৈষম্য বিরোধী ছাত্ররা যখন অ্যারেস্ট হয় তখন রাজনীতিবিদরা ঝিমিয়ে পড়ে নাই,পিছিয়ে পড়ে নাই, কত প্রুফ দেখতে চান, কত ঘটনা জানতে চান,হাজারো ঘটনা লিপিবদ্ধ আছে। ইসিবি চত্বর, মিরপুর ১০, উত্তরা, যাত্রাবাড়ী সাংবাদিক, রাজনীতি কর্মী আহত এবং নিহত হয়। আজকে বলার উদ্দেশ্য এটাই আপনি আপনারা নতুন দল করবেন সবাই সাধুবাদ জানাবেন। বাট এটা উদ্দেশ্য থাকতে হবে একজন রাজনীতিবিদের মতোই। প্রশ্নবিদ্ধ, সেমিকোলন, দাঁড়ি কোলন কিছুই যেন স্থান না পায়। সূত্র বলছে,অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা, সুশীল সমাজ যেখানে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, শওকত মাহমুদ এর মত ব্যক্তিরাও আপনাদের সাথে যোগদান করবে। এমন যদি হয় যে আপনাদেরকে ব্যবহার করে আপনাদের মাধ্যমে একটি নতুন দলের সূত্রপাত হচ্ছে মনে রাখবেন আগামী দিনে আপনাদের রাজনীতি বিলীন হয়ে যাবে। দেশের প্রশাসন পরিবর্তনের জন্য সংস্কারের জন্য যে পদক্ষেপগুলো আপনাদের ছিল দেশের জনগণ সাধুবাদ জানিয়েছে বা জানাচ্ছে। আগামী দিনে রাজনীতি যেন কঠিন হয়ে না পড়ে সতর্ক থাকুন। সিনিয়র সিটিজেন অবশ্যই দলে রাখুন সেটা যখন নতুন দলের ঘোষণা আসলো তখন করাই আপনাদের ভালো ছিল। দেশের মানুষ একটি সুস্থ ধারার রাজনীতি চাই, গঠনমূলক আলোচনা করুন, বাট যদি কোন দলকে ক্ষতি করে নিজেরা লাভবান হওয়ার চেষ্টা করেন তাহলে আগামী দিনের রাজনীতি আপনাদের জন্য কঠিন হবে। ৩, ৪, ৫ আগস্ট আমরা ৬০ থেকে ৭০ জন অবসরপ্রাপ্ত আর্মির সৈনিকরাসহ , ছাত্ররা, সাংবাদিকরা নাগাতার ইসিবি চত্বর, মিরপুর ১০ এ অবস্থান করি জীবন বাজি রেখে অংশগ্রহণ করেন। কোন ক্রেডিট আমরা চায়না, কোন লাভ ক্ষতির হিসাব আমরা বুঝি না। প্রয়োজন একটাই একটি গ্রহণযোগ্য নির্বাচন যেখানে মানুষ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবে। আজকে যদি ছাত্ররা রাজনীতিবিদরা এক কাতারের না আসতে পারেন বিভাজন তৈরি করেন, কোন উস্কানিতে বা মদদে পড়েন মনে রাখবেন আগামী দিন আপনাদের জন্য রাজনীতিবিদদের জন্য কঠিন হবে। দুষ্কৃতিকারীরা আবার তাদের সুযোগ কাজে লাগাবে। তাই নতুন দল এর কাছে এই আশা করব সিনিয়র সিটিজেন বা কারো মদদে কারো আশ্রয়,প্রশ্রয়ে দল গঠন হলে পুরো জাতির কাছে আপনারা প্রশ্নবিদ্ধ হবেন। আমার কাছে প্রায় ৩০০ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসারদের তালিকা আছে যারা আপনাদের সাথে যোগ দিতে চাই,তাই যদি হয় তাহলে উদ্দেশ্য আগামী দিনে রাজনীতিবিদরায় আপনাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে।
চলমান থাকবে সম্পাদিত সত্য প্রকাশ করতে নির্ভীক দৈনিক জনজাগরণ।
মোঃ শিহাব উদ্দিন
সাধারণ সম্পাদক
মিরপুর প্রেসক্লাব, ঢাকা।
প্রকাশক ও সম্পাদক
দৈনিক জনজাগরণ