
সমন্বয়ক থেকে এনসিপি কতদূর?
মোঃ শিহাব উদ্দিন, প্রকাশক ও সম্পাদক
সারা বাংলাদেশে সমন্বয়ক এর নামকরণ করে চলছে চাঁদাবাজি, দখল বাজি সহ রাজনৈতিক পুনর্বাসন, আর নেতৃত্ব দিচ্ছে এলাকার সমন্বয়ক থেকে কেন্দ্রীয় সমন্বয় পর্যন্ত।
ছাত্রদের রাজনীতি করার অধিকার আছে, ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ, ছাত্ররা তাদের দায়িত্ব পালন শেষে একটি রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে সেটাই হয়তো বাংলাদেশের জনগণ আশা করেছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দানকারী যারা ছিলেন তারা ছিলেন বাংলাদেশের মানুষের তাজ।
একটি কথা আগে বলেনি, ব্যবসায় নীতি ও প্রয়োগে একটি কথা আছে চাহিদা তত্ত্ব অর্থাৎ আপনি প্রথমে যাবেন সেটা পূরণ হলে পরবর্তীটা নেওয়ার জন্য আপনি অস্থির হয়ে যাবেন। ছাত্র রাজনীতিতে আজকে যারা প্রতিষ্ঠিত হয়েছে এর ভেতর গণধিকার বলা যায় অন্যতম তারা অনেক নির্যাতন জুলুমের শিকার হয়ে আজকে রাজনীতি থেকে টিকে আছে। দীর্ঘ 17 বছর বিএনপি বা জামাত আন্দোলন সংগ্রাম করে একটা পর্যায় তারাও সফল হয়েছে। সমন্বয়করা যখন দল করেন তখন তাদের ইনভলমেন্ট চলে যায় পূর্ববর্তী সরকার ফ্যাসিস্ট দের মত।
বিভিন্ন জায়গায় তথ্য নিয়ে জানা যায় সমন্বয়করা বিভিন্ন দপ্তরে নিয়োগ দিচ্ছেন, প্রশাসক নিয়োগ দিচ্ছেন, ডিসি নিয়োগ দিচ্ছেন, বাংলাদেশের চেয়ারম্যান বা কাউন্সিলর মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দিচ্ছেন। এইগুলো পুরোপুরি অবৈধ। সমন্বয়কদের পুরা হিসাব-নিকাশ বর্তমান প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া অবজারভেশন করছে।
সমন্বয়কদের রাজনীতির যে হিসাবটা তাদের দল পুনর্গঠন করা প্রয়োজন এখনই যদি ভাবেন আগামী দিনে ক্ষমতায় যাবেন তাহলে আপনাদের অন্তত ১০ বছর অপেক্ষা করতে হবে এবং সেই ভাবেই দলকে তৈরি করতে হবে। আপনাদের কথাবাত্রা ফ্যাশিসদের মতো হলে চলবে না, তাহলে আপনাদের এবং তাদের মধ্যে পার্থক্যটা কোথায়। বিভিন্ন সূত্র থেকে সংবাদ পাওয়া যায় মিরপুর এক নাম্বার, কিংবা বাংলা মোটর আপনারা অফিস খুলে এক প্রকার বাণিজ্য করছেন এইগুলো ভাবছেন কি করছেন না করছেন সমস্ত রেকর্ড প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ধারণ করে রাখছে যেটা আপনাদের জন্য 10 নম্বর সতর্কবার্তা। আপনাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি আমরাও আন্দোলনে সামনে থেকে সকল প্রকার সাপোর্ট দিয়েছে এর জন্য কোন কিছু আমাদের চাহিদা নাই। চাহিদা একটাই এই দেশে গণতন্ত্র ফিরবে যার ভোট সে দিবেন একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। আমি অনুরোধ করব যা করছেন ভেবেই চিন্তা করুন না হলে সামনে আপনাদের বিপদ। আপনাদের রাজনীতি করতে টাকা লাগবে ওরা কমিটি করুন কমিটির থেকে টাকা তুলুন প্রশ্নবিদ্ধ হবেন না বিভিন্ন কোম্পানির কাছে আপনারা নোটিশ দিয়ে যে টাকা আদায় করছেন একসময় আপনারা এইগুলোতেই বিপদে পড়বেন। আজ হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু বাস্তব এইটাই আপনার সমন্বয় থেকে এলসিডি প্রিপারেশন সেটাকে রক্ষা করুন দলীয় উর্ধ্বে থেকে রাজনীতি করুন মানুষের সাপোর্ট পাবেন ভালবাসা পাবেন নতুবা