
গত দুদিন ধরে লাক্সতারকা মেহজাবীন চৌধুরীকে নিয়ে চাউর হচ্ছে নানা রকম। সত্য-মিথ্যা মিলিয়ে কেউ কেউ দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন। সেই সঙ্গে পুরোনো কোনো অভিনীত একটি নাটকে আহত হওয়ার চিত্রও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। শুধু তাই নয়, দেশের বড় একটি রাজনৈতিক দলও কটাক্ষ করছে সময়ের এই আলোচিত মডেল-অভিনেত্রীকে। মেহজাবীন চৌধুরী বন্দরনগরী চট্টগ্রামে গিয়েছিলেন একটি শোরুম উদ্বোধন করতে। এ জন্য নির্ধারিত সময়ের আগেই ঢাকা থেকে নিজ শহর চট্টগ্রামে পৌঁছান এই অভিনেত্রী। কিন্তু রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহিদি জনতার ব্যানারে প্রতিবাদ হওয়ায় শোরুম উদ্বোধন না করেই ঢাকায় ফিরে আসেন এই তারকা।
জানা গেছে, গত শনিবার দুপুর ২টায় মেহজাবীনের সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল। পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে আর যাননি তিনি। এমন ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন মেহজাবীনের অনুরাগীরা। ফেসবুকে ঘটনার প্রতিবাদ করেন অনেকে। তাদের ধন্যবাদ জানিয়ে রাতে মেহজাবীন ফেসবুকে লিখেছেন, আমার সব বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।’
মেহজাবীন শেষ পর্যন্ত কেন ওই শোরুম উদ্বোধনে যাননি? এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম। কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তাসংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি, নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাব না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নিই।’
ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ওসমান নামের একজন অতিথি গণমাধ্যমকে বলেন, ‘তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর সঙ্গে কিছু রাজনৈতিক ইস্যুও আছে। তবে বিস্তারিত জানি না। যে কারণে চট্টগ্রামে এসেও শেষপর্যন্ত শোরুম উদ্বোধনে আসেননি তিনি। তাকে ছাড়াই উদ্বোধন করতে হয়েছে।’
এদিকে গত ২৮ অক্টোবর নিজের ফেসবুক পেজে চট্টগ্রাম গিয়ে সেই শোরুম উদ্বোধনের কথা বলে ভিডিও পোস্ট করেছিলেন মেহজাবীন। পরে চট্টগ্রামে গিয়েও পতেঙ্গা সমুদ্রসৈকতের তীরে পেঁয়াজু হাতে একটি ছবি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘অনলি চিটাগাংস ক্যান রিলেটেড।’ তার ফেসবুক বিভিন্ন পোস্টের সূত্রে বোঝা গেছে তিনি চট্টগ্রামেই ছিলেন।
খুকি লাইফস্টাইলের রিয়াজউদ্দিন বাজারের শোরুমের ম্যানেজার ইমদাদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ব্যক্তিগত কারণে তিনি আসেননি। তবে তাকে না নিয়ে আসার জন্য রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীদের চাপ ছিল বলে জানিয়েছে আরেকটি সূত্র। মেহজাবীন চৌধুরী যাওয়ার আগেই তাকে নিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না এলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহিদি জনতার ব্যানারে।