ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ব্রুনো ফের্নান্দেসের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সেই লিড বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। মোইসেস কাইসেদো চেলসির হয়ে সমতা আনার পর আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
কয়েকদিন আগেই এরিক টেন হাগকে বরখাস্ত করে ইউনাইটেড। এরপর গত বুধবার লিগ কাপের শেষ ষোলোয় লেস্টার সিটিকে ৫-২ গোলে হারায় ইউনাইটেড। প্রিমিয়ার লিগেও জয়ের ধারায় ফিরতে চাইছিল ক্লাবটি। তবে প্রথমে এগিয়ে গিয়েই সেই স্বপ্ন পূরণ হলো না রেড ডেভিলদের।
ম্যাচে প্রথমে এগিয়ে যাওয়ার সুযোগ অবশ্য চেলসির সামনেই চিল। ১৫তম মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েছিল লন্ডনের ক্লাবটি। কোলে পালমারের কর্নার থেকে ফরোয়ার্ড ননি মাদুয়েকের শটটি হেড পোস্টে লেগে ফিরে আসে। ২৪তম মিনিটে সুযোগ পায় ইউনাইটেড। রাসমুস হয়লুনের পাস বক্সে পেলেও আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দো গারনাচোর দুর্বল শটে গোল হয়নি। প্রথমার্ধের শেষদিকে আরও একটি ভালো সুযোগ ছিল ইউনাইটেডের সামনে। তবে ফের্নান্দেসের ক্রসে মার্কাস রাশফোর্ডের ভলি ক্রসবারে লেগে লক্ষচ্যুত হয়।
ম্যাচের ৭০ মিনিটে ইউনাইটেডকে এগিয়ে নেন ফের্নান্দেস। হয়লুনকে ফাউল করে বসেন চেলসির গোলরক্ষক রবের্ত সানচেস। এরপর রেফারি পেনাল্টি দিলে গোল আদায় করতে ভুল করেননি ফের্নান্দেস। চেলসি ম্যাচে সমতা ফেরায় তার ৪ মিনিট পরই। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে পারেনি ইউনাইটেড। বল পেয়ে দারুণ এক ভলিতে গোল আদায় করেন কাইসেদো। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে সমতায় শেষ হয় ম্যাচ।
এই ড্রয়ের পর ১০ ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে চারে উঠেছে চেলসি। সমান ম্যাচে ৩টি করে জয় ও ড্রতে ১২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ইউনাইটেড। ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page