কক্সবাজারের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় যাত্রীবাহি ইজিবাইক তল্লাশি চালিয়ে ১ কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত হলো কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ধোয়াপালং এলাকার সিরাজুল হকের ছেলে সাইফুল ইসলাম (২০)। আটককৃত আসামিকে রামু থানায় হস্তান্তর করা হয়।
শনিরার (২ নভেম্বর) বিকেল সাড়ে চারদিকে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা যায়, শনিবার বিকেলে উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশীকালীন উখিয়া হতে কক্সবাজারগামী একটি সন্দেহজনক ইজিবাইক থামানো হয়। পরে একযাত্রীর কাজ থেকে তল্লাশী চালিয়ে ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ৩০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ সত্যতা নিশ্চিত করেন।তিনি আরো বলেন আটককৃত আসামীকে কক্সবাজারের রামু থানায় হস্তান্তর করা হয়। এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page