বিশ্ববাজারে রেকর্ড করলো স্বর্ণের দাম।আজ বৃহস্পতিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেড়েছে। এতে, প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ২ হাজার ৭৮৩ ডলার ৩৮ সেন্টে। এর প্রভাবে দেশের বাজারেও যেকোনো সময় বাড়তে পারে দাম।
সংশ্লিষ্টরা জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে নিরাপদ বিনিয়োগের খাত হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। এছাড়া বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রত্যাশায় স্বর্ণের বাজারে বিনিয়োগ করছে।
তাদের মতে, আগামী দিনগুলোতে এই মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ২ হাজার ৮০০ ডলারে বেচাকেনা হতে পারে।
মূলত মার্কিন নির্বাচন, শ্রমবাজারে অস্থিরতা, ফেডারেল রিজার্ভের সুদ হার হ্রাসের প্রবণতা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা ঘিরে ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণে ঝুঁকছেন। এতে বাড়ছে দাম।
চলতি বছরের জুন মাস থেকে স্বর্ণের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রবণতা শুরু হয়। গত ৭ জুন প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ২ হাজার ২৯৩ ডলার। এরপর দফায় দফায় দাম বেড়ে গত ১৮ অক্টোবর বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়ায় ২ হাজার ৭০০ ডলার। এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে স্বর্ণের প্রতি আউন্সের দাম ছাড়াল ২ হাজার ৭৫০ ডলার।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page