চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলরদের একটি প্রতিনিধি দল সোমবার (২৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ এর সাথে তাঁর দামপাড়াস্থ কার্যালয় সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতকালে সাবেক কাউন্সিলর নেতৃবৃন্দ নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়ন, ফুটপাতের উপর স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট নিরসনে মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সবধরণের স্থাপনায় গাড়ী পার্কিংয়ের স্থান নির্ধারণ করা। এছাড়াও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যে সকল স্থাপনায় উম্মুক্ত পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে সেগুলো উচ্ছেদ পূর্বক পার্কিংয়ের জন্য নির্ধরন করা।
নগরীর ব্যস্ততম এলাকা আগ্রাবাদ, দেওয়ানহাট, নিউ মার্কেট, লালদীঘি, মুরাদপুর, ফৈল্যাতলি বাজারে রাস্তা ও ফুটপাতের উপর অবৈধ ব্যাবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা। ২০১৪ সালের পর্বে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরদের নিজ নিজ এলাকায় থানা আইন শৃঙ্খলা কমিটিতে সংযুক্ত করে আইনশৃঙ্খলার উন্নতি করার আহবান জানান নেতৃবৃন্দ। ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সংযুক্ত করায় কশিনারকে ধন্যবাদ জানান।
পুলিশ কশিনার কাউন্সিলর নেতৃবৃন্দের বক্তব্য ধৈর্য্য সহকারে শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে আশ্বাস প্রদান করেন।
সাবেক কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন- নিয়াজ মোহাম্মদ খান,আবুল হাশেম, এম এ মালেক, মোহাম্মদ তৈয়ব, সামশুল আলম, মোঃ হাসান মুরাদ, মুহাম্মদ হাসান লিটন, মোহাম্মদ ইসমাইল বালি, দিদারুল আলম লাভু, মোহাম্মদ সেকান্দর, ডা.আবছার উদ্দিব, জয়নাল আবেদিন, মনোয়ারা বেগম মনি, জেসমিন খানম, প্রমুখ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page