হিমেল মিয়া
মনোহরদী উপজেলা প্রতিনিধি।
ডাঃ মোঃ শাহাদত হোসেন, তাজ মেডিকেলের মালিক ও পরিচালক এর বিরুদ্ধে বৃহস্পতিবার ২২ শে অক্টোবর রাতে মনোহরদী থানায় ভুল চিকিৎসায় নবজাতক এর মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়।
বাদী মোঃ মোবারক হোসেন বলেন, বাচ্চা ডেলিভারির এক মাস পূর্বেই ডাক্তার শাহাদত হোসেন রোগীকে সিজার করাতে হবে বলে চাপ প্রয়োগ করেন, বাদী বলেন আমার সন্তানের ওজন কতটুকু আড়াই কেজি হয়েছে কি না, তখন ডাক্তার বলেন সবকিছু ঠিকঠাক আছে সিজার করাতে হবে, সিজারের পর নবজাতকের অবস্থা আশঙ্কাজনক দেখে পরেরদিন সকাল ৯ টায় ডাক্তার আনিছুর রহমান শিশু বিশেষজ্ঞ কে দেখান, ডাক্তার আনিছুর রহমানের পরামর্শ অনুযায়ী নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার নবজাতক কে দেখে বলেন, এটা সময়ের আগেই সিজার হয়েছে, এই মুহূর্তে আই সি উতে রাখতে হবে ঢাকা নিয়ে যান, ঢাকা নিয়ে যাওয়ার পথেই নবজাতকের মৃত্যু হয়।
মুঠোফোনে ডাঃ মোঃ শাহাদাত হোসেন কাছে এ ব্যাপারে জানতে চাইলে, উনি বলেন, দ্বিতীয় সিজার সময়ের ১৫ থেকে ২০ দিন আগেই করে থাকি। জিজ্ঞাসা করলাম, আপনার হাসপাতালের লাইসেন্সের মেয়াদ গতজুনেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে এ ব্যাপারে উনি বলেন এটা লং পসেস আমি আবেদন করে রেখেছি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page