রোকন বিশ্বাস-বিশেষ প্রতিনিধিঃ
পাবনার বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়নে জমি দখলের অভিযোগ উঠেছে আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে।এই আওয়ামী প্রভাবশালী নেতার বিরুদ্ধে আমিনপুর থানায় একটি জিডিও করা হয় ২৮ শে জুলাই ২০১৫ সালে যার জিডি নাম্বার ১০৫৯।আওয়ামীলীগ সরকারের শাসনামলে জোরপূর্বক ফারুক হোসেন পান্নার ২ শতাংশ জমি দখল করে রেখেছেন পাবনার নাটিয়াবাড়ী আলম হোসেন নামের আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতা।জমিটির বর্তমান বাজার মুল্য আনুমানিক ২০ লক্ষ টাকা।গত ২০১৫ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে আমিনপুর থানায় লিখিত অভিযোগ করেলেও তার কোন সুফল পাননি ভুক্তোভোগী ফারুক পান্না।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page