নিউজ ডেস্ক : নিজস্ব প্রতিনিধি,
এখনো ঢাকার বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতৃত্বে চাঁদাবাজির মহড়া চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ত্যাগ বা জীবন উৎসর্গ করে ছাত্র জনতা জীবন দিয়েছে একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায়ের মধ্য দিয়ে, যার উদ্দেশ্য ছিল একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের, খোঁজ নিয়ে দেখা যায় ঢাকা সহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলদারিত্ব এখনো বহাল আছে, তার ঐ ধারাবাহিকতায় মাহেদি হাসান শান্ত ওরফে পাঠা শান্ত, নামক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে উলকাম স্পেস কাউন্টার থেকে মাসে ৪০ থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা নেন। এছাড়াও কাফরুল থানাধীন এলাকায় আসিদাগ কালার মাঠ থেকে দৈনিক তিন থেকে চার লাখ টাকা মাদক ব্যবসার লেনদেন হয় বলে জানা যায়। উল্লেখ্য যে, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আবুল কালাম আজাদ এর নাম ভাঙ্গিয়ে মাহাদি হাসান শান্ত এই কাজগুলো করতেছে বলে বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়া যায়। বিষয়টি খতিয়ে দেখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page