দিনাজপুর, ১৫ অক্টোবর ২০২৪ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর জেলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি কার্যক্রম আজ পুনরায় শুরু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয় ।
দিনাজপুর হিলি স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয়দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার দুপুর আড়াই টা থেকে যথারীতি নিয়ম অনুযায়ি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করা হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page