ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছে বাবর আজমকে। পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে দল থেকে বাদ দেওয়ার সমালোচনা করেছিলেন সতীর্থ ফখর জামান। সেটার জন্য এবার বিপাকে পড়েছেন ফখর। দাঁড়িয়েছেন পিসিবির কাঠগড়ায়। পিসিবি থেকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তাকে।
ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচের স্কোয়াডে বাবরের পাশাপাশি দুই পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং অসুস্থতায় ভোগা লেগ স্পিনার আবরার আহমেদকে রাখেনি স্বাগতিকরা।
সেদিনই সামাজিক মাধ্যমে বাবরের পক্ষে সরব হন ফখর। নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘বাবর আজমকে বাদ দেওয়া হচ্ছে বলে শুনছি, এটা উদ্বেগজনক। ভারত তো বিরাট কোহলিকে ২০২০ থেকে ২০২৩ সালের খারাপ সময়ের জন্য বেঞ্চে বসায়নি। ওই সময় কোহলির গড় ছিল যথাক্রমে ১৯.৩৩, ২৮.২১ এবং ২৬.৫০।’
ফখর তার পোস্টে এরপর লেখেন, ‘আমরা যদি দলের প্রধান ব্যাটসম্যানকে বসিয়ে রাখার চিন্তা করি, যে কি না তর্কযোগ্যভাবে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান, এটা দলের মধ্যে গভীর নেতিবাচক বার্তা দেয়। এখনো প্যানিক বাটনে চাপ দেওয়াটা এড়ানোর সময় আছে। প্রধান খেলোয়াড়দের অবমূল্যায়ন না করে তাদের রক্ষায় মনোযোগ দিতে হবে আমাদের।’
পিসিবি ফখরের এই সমালোচনা সইতে পারেনি। সমালোচনা করার জন্য পাকিস্তানি ওপেনারকে দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ। ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে ফখরকে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page