ঠিক আগের বলটিতেই চার মেরেছিলেন। সেটি ছিল তাঁর প্রথম বল। পরের বলে আবারও বড় শট খেলতে চাইলেন লিটন দাস। বল উঠল ওপরে, সহজ ক্যাচ রিংকু সিংয়ের হাতে।
প্রথম ওভারের পঞ্চম বলেই উইকেট হারাল বাংলাদেশ। নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছেন অধিনায়ক নাজমুল।
বাংলাদেশের রান ২.১ ওভার শেষে ২ উইকেটে ১৪ রান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page