আসাদুজ্জামান আসাদ, স্টাফ রিপোর্টার
:ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ন সম্পাদক ও বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমামুল হাসান হেলাল এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তার অনুসারীরা। শুক্রবার রাজধানী মিরপুরে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক,সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সফল সভাপতি মোহাম্মদ আইয়ুব এর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়।মিছিল-টি টোলারবাগ RAB-4 গেট থেকে শুরু হয়ে বাংলা কলেজর সামনে দিয়ে আনসার ক্যাম্প হয়ে সমবয় বাজারের সামনে মোহাম্মদ আইয়ুব সমাপনী বক্তৃতা দিয়ে শেষ করেন।ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ দুই যুগ কারা ভোগে সবকয়টি মামলা থেকে ইমামুল হাসান হেলাল জামিনে মুক্তি পেলেও তার বিরুদ্ধে গত ২২ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়। এতে তার অনুসারীদের মধ্যে দেখা গিয়েছে ক্ষোভ ও নানা প্রতিক্রিয়া।তারা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ও হেলালের জনপ্রিয়তায় যারা ঈর্ষান্বিত হয়ে এগুলো করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।উল্লেখ্য, ইমামুল হাসান হেলাল ছিলেন একসময়ের তুখোর ছাত্রনেতা যার নেতৃত্বে বিএনপি ঘোষিত ছাত্রদলের সকল কর্মসূচি বৃহত্তর মিরপুর মোহাম্মদপুর এলাকায় বাস্তবায়ন হতো।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page