কবিঃ রহমান তুষার
আধাঁরের প্রতিটি প্রহর
আজ বড্ড চেনা আমার ।
কখন যে রাত শেষ হয়ে
ভোরের আলো দেখা দেয়
আমার আঙিনায় জানা
হয় না আমার।
আধাঁরের প্রহর গুলির সাথে
বড্ড ভাব হয়েছে আমার।
এখন আর আধাঁরের মাঝে
নিজেকে একা লাগে না
বরং মনে হয় কত বছরের চেনা।
এখন আর আধাঁরে নিজেকে
নিঃস্ব মনে হয় না
কারন প্রহর গুলোকে আঁকড়ে
বাঁচতে শিখে গেছি আমি ।
কিন্তু আজও এক অজানা কষ্ট
আমার পিছু ছাড়ে নি।
আমি পারি না সেই কষ্টকে
দূরে সরিয়ে দিতে।
এরাই আমার নিকষ কালো রাতগুলো
অতিবাহিত করার একমাত্র অবলম্বন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page