বিশেষ প্রতিবেদক:
১. জাতীয় সংগীতের জন্ম ১২০ বছর আগে, অর্থাৎ বাংলাদেশ জন্মের ৬৬ বছর আগে।
২. এটিতে বাংলাদেশের নাম নাই, যা আমাদের হীনমন্যতায় ভোগায়।
৩. সংগীতটিতে আমাদের স্বাধীনতা সংগ্রামের উল্লেখ নাই। আমাদের ইতিহাস ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র নয় কি?
৪. এটিতে বাউলশিল্পী গগন হরকরার গান "আমি কোথায় পাব তারে" থেকে আইডিয়া ও সুর চুরি প্রমাণিত ও স্পষ্ট, যদিও 'অনুপ্রাণিত' বলে চালিয়ে দেওয়া হয়।
৫. ১৯০৫ খ্রিষ্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এটি রচিত হয়েছিল, বাংলাদেশের সাথে এটির সম্পর্ক একেবারেই ক্ষীণ।
৬. এটি সংকটে কিংবা দুর্দিনে আমাদের জাগ্রত রাখার সক্ষমতা খুব কমই রাখে।
৭. এটির রচয়িতার প্রতি বাংলাদেশের অধিকাংশ মানুষের মতাদর্শের মিল নাই।
আপনার কি মনে হয়, জাতীয় সংগীত নিয়ে রাষ্ট্রের নতুনভাবে ভাবা উচিত? আপনার মতামত জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page