দুমকি উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাবুগঞ্জ এ অবস্থিত ভেটানারি মেডেসিন ক্যাম্পাসে দলবল নিয়ে খোজখবরের নামে ২ সেপ্টেম্বর, ২০২৪ সোডাউন প্রদর্শন করেন বরিশাল জেলা ছাত্রদল সহসভাপতি সবুজ আকন।
এ নিয়ে ছাত্রদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয় । পবিপ্রবি তে ছাত্রদলের কমিটি থাকলেও ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করায় এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুসরন করে পবিপ্রবি ছাত্রদল তাদের রাজনৈতিক কার্যক্রম শিথিল রেখেছেন। কিন্তু বরিশাল জেলা ধীন না হলেও ক্যমপাসে সবুজ আকনের সোডাউন এর কারনে সাধারণ ছাত্র ছাত্রীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয় এবং তাদের মূল কথা ক্যাম্পাসের কেও না হয়ে সবুজ আকন ক্যাম্পাসে কোন অবস্থায় ঢুকতে পারে না। এই ব্যাপারে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি রাখার ব্যাপারে বলেছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page