ঘাটাইল টাংগাইল প্রতিনিধি:
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, সর্ব নাশা পদ্মা নদীরে এমন সব কালজয়ী গান গেয়ে টাংগাইলের ঘাটাইল উপজেলার বিজয় ৭১ চত্বরে বন্যার্তদের সহযোগিতায় ত্রাণের জন্য অর্থ সংগ্রহ করেছেন ঘাটাইলের সংগীত শিল্পীরা।
মঙ্গলবার ২৭ আগষ্ট দিন ব্যাপী বাউলিয়ানা শিল্পী গোষ্ঠীর আয়োজনে টাংগাইলের ঘাটাইল, মধুপুর, ধনবাড়ী উপজেলা ঘুরে বন্যার্তদের জন্য সহযোগিতা চান তারা। শিল্পীদের আহবানে সারা দিয়ে এগিয়ে আসেন শিক্ষক শিক্ষার্থী শ্রমজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ।
এ সময় উপস্থিত থেকে বানভাসি মানুষদের সহমর্মিতা জানিয়ে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (অবঃ) হাবিবুর রহমান, অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী বাউলিয়ানা শিল্পী গোষ্ঠীর উপজেলা শাখার পরিচালক রুহুল আমীন খোকন, বৈরাগী স্টুডিও কর্ণধার মিউজিশিয়ান সুজন বৈরাগী, ঘাটাইল শিল্প কলা একাডেমির শিক্ষক রনি খান, ব্যাজ গিটারিষ্ট এ,আর কাঞ্চন, প্যাড ও পারকিউশন সিরাজুল ও মারুফ, বাউল শিল্পী এমডি রফিকুল ফেরদৌস, কন্ঠ শিল্পী মীর আলেয়া পারভীন, মিতু, পান্না, মানিক, তিতু প্রমুখ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page