কাজী মাহমুদুল হক সুজন :
ভারতীয় পাহাড়ি ঢলের তোড়ে ও উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শতাধিক গ্রাম।
গত কযেক দিনের টানা বর্ষনের ফলে বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) আয়েশা আক্তার।
চুনারুঘাট দিযে বযে যাওয়া খোয়াই নদীর পানি ভারতীয় সীমান্ত বাল্লা স্থল বন্দরে বুধবার বিকাল ৫ টা পর্যন্ত ২০০ সেঃ মিটার বিপদ সীমার উপর দিয়ে পানি প্রভাহিত হচ্ছে বলে হবিগঞ্জ জেলা পানি উন্নায়ন বোর্ড সূত্র জানিয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে খোয়াই নদীর বাঁধে ফাটল দেখা দিলে সেচ্ছা শ্রমে এলাকাবাসী তা মেরামত করছে।
তাছাড়া খোয়াই নদীর বাধ যাতে না ভাঙ্গে রাত জেগে পাহাড়া দিচ্ছে বিভিন্ন গ্রামের লোকজন।
চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল জলিল বুধবার রাত ১০ টায় জানান তারা চৌপট হাসেরগাও,গোলগাও গ্রামে খোয়াই নদীর বাধ পাহাড়া দিচ্ছেন। সারা রাত পাহাড়া দিবেন বলে জানান।
সরজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার নিম্নাঞ্চলে বেশি পানি ঢুখছে। অনেক রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। অনেক গ্রামের মানুষ হয়েছেন পানি বন্ধী।
উপজেলার গাজীপুর, মিরাশী,রানীগাও,সাটিয়াজুরী, শানখলা, দেওরগাছ
ইউনিয়নের প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলার সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাদুর রহমান জানান সাটিয়াজুরী ইউনিয়নে উজান থেকে নেমে আসা পানি ও করাঙ্গী নদীর বাধ বেয়ে কাজিরখিল,দারাগাও,কুনাউড়া,
কৃষ্ণপুর,শাহপুর,সাটিয়াজুরী, লতিভল্লবপুরসহ ১৫/২০ টি গ্রাম সম্পন্ন রুপে প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলী জমি,মৎস ও প্লোটি খামারের। তাছাড়া কয়েকটি গ্রামে পানি বেশি থাকায় গৃহবন্দী হয়ে রয়েছেন।
উপজেলার শানখলা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান,গত কয়েকদিনের বৃষ্টি এবং পাহাড় থেকে নেমে আসা পানিতে তার ইউনিয়নে ৮/১০ টি গ্রামে বন্যা দেখা দিয়েছে।
দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজী জানান,দেওরগাছ ইউনিয়নে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার সবাইতে সতর্ক থাকার আহব্বান জানিয়ে বলেন,বন্যার আশংকা দেখা দেয়ায় তাৎক্ষণিক ভাবে তারা প্রাকৃতিক ও দুর্যোগ মন্ত্রনালয়ের মাধ্যমে কন্ট্রোল রুম খোলা হয়েছে।স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমেও খবরা খবর নিচ্ছেন। তাছাড়া উধ্বতন কতৃপক্ষের সাথে আলাপ করে তাৎক্ষণিক বরাদ্ধের ব্যাবস্থাও করছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page