কাজী মাহমুদুল হক সুজন:
গতকাল রবিবার রাতে, বাই সাইকেল কিনার জমানো টাকা দান করেছেন দুই শিশু। ইসলামী একাডেমীর ক্লাস ওয়ানের ছাত্র, মো: আন নাফিউর রহমান। অল্প অল্প করে জমানো টাকা গুলিব দান করেছেন বন্যার্তদের অসহায় মানুষের কল্যাণে। আন নাফিউর রহমান হচ্ছে শায়েস্তাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী,( নাম প্রকাশ করতে অনিচ্ছুক) নাফির পিতা জানিয়েছেন, কিছুদিন পূর্বে হজ্বে যাওয়ার জন্য আরেকজন শিশু টাকা জমিয়েছিলেন। সেই জমানো টাকা ও দান করেছিলেন বন্যার্তদের মাঝে। মুহূর্তের ভিতরেই সেই নিউজটি ভাইরাল হয়ে যায়। নাফিউর রহমান সেই ভিডিও দেখে, তার বাবাকে প্রতিনিয়ত বলতে থাকে তার ব্যাংকের জমানো টাকা শায়েস্তাগঞ্জের বন্যার্ত মানুষের পাশে দেওয়ার জন্য। তৎকালীন সময়ে, শায়েস্তাগঞ্জের তরুণ স্বেচ্ছাসেবীদের সাথে যোগাযোগ করার পরে। রবিবার রাত 9 টায়, তার ব্যাংক ভাঙ্গা হয়। সেইসময়ে তার চাচাতো ভাই, মো: ইফাজ, এবং আন নাফিউর রহমান দুইজনে মিলে। ৮৫৭০ টাকা আল আমিন সাঈফীর হাতে তুলে দিয়েছেন।
উপস্থিত সময়ে অনেক স্বেচ্ছাসেবী, তাদের এই আগ্রহ দেখে সাধুবাদ জানিয়েছেন।
এবং দুই শিশুর জন্য দোয়া করেছেন। স্বেচ্ছাসেবী আল আমিন সাঈফী বলেছেন, তাদের এই ওর উদারতা, আগ্রহ দেখে, আমরা নিজেরা অনেক গর্ববোধ করছি। এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আশা করছি শায়েস্তাগঞ্জ,হবিগঞ্জের একটি নজির স্থাপন করবে এই ঘটনাটি।।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page