কাবুল, ১৩ আগস্ট, ২০২৪: পাকিস্তান সীমান্তে সংঘর্ষে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে একজন নারী ও দু’জন শিশু।
তালেবান কর্তৃপক্ষ তাদের উত্তরাঞ্চলীয় সীমান্তে এই সংঘর্ষের জন্যে পাকিস্তানি বাহিনীকে দায়ী করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি মঙ্গলবার এক্সে এক পোস্টে বলেছেন, পাকিস্তানি বাহিনী বেসামরিক বাড়িঘরে হামলা চালিয়ে একজন নারী ও দুই শিশুকে হত্যা করেছে।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারজমি বলেছেন, পাকিস্তান এই সংঘর্ষ শুরু করেছে।
এদিকে পাকিস্তানি পক্ষের একজন কর্মকর্তা বলেছেন, গুলি বিনিময়ের ঘটনায় তিন পাকিস্তানি সৈন্য আহত হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় হয়। সর্বশেষ সোমবার আফগানিস্তানের নানগরহর প্রদেশের তুর্কহাম সীমান্ত ক্রসিংয়ে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
তথ্যসুত্র: বাসস
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page