সোমবার (১২ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে টাইগারপাসের সিটি কর্পোরেশনের কার্যালয়ের সামনে জড়ো হন তারা। সেখানে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। এ সময় সিটি কর্পোরেশনের মূল ফটক বন্ধ করে দেন নিরাপত্তারক্ষীরা।
সিটি কর্পোরেশন ভবনের সামনে জমায়েত বিএনপি নেতারা বলেন, মেয়র রেজাউলের নির্দেশে বহদ্দারহাটে ছাত্রদের ওপর গুলি করা হয়েছে। আমরা এই খুনি মেয়রকে নগর ভবনে দেখতে চাই না।
মেয়রকে অবাঞ্ছিত ঘোষণা করে চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন বলেন, ভোটবিহীন অবৈধ সরকারের দোসর এই রেজাউল। নিজেও ভোট ছাড়া জনপ্রতিনিধি হয়ে বসে আসেন। তাকে আমরা যেখানে পাব প্রতিরোধ করব। আমাদের রক্তের ওপর তিনি এই ভবনে আসতে পারবেন, এর আগে না।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেলে হঠাৎ একটি মিছিল নিয়ে সিটি কর্পোরেশন ভবনের সামনে আসে ৩০-৪০ জন বিএনপি নেতাকর্মী। তারা মেয়র রেজাউলকে নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। ২০ থেকে ২৫ মিনিট অবস্থান নিয়ে আবার তারা চলে যান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page