মোহাম্মদ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
ক্রীড়াঙ্গনে কুলাঘাট ইউনিয়ন বাসির জন্য
সবার সেরাটাই দিয়ে যাচ্ছি
আমরা কুলাঘাট ফুটবল টিম ⚽
লালমনিরহাট ঈদগাহ মোর আন্ত ফুটবল টুর্নামেন্ট এর
⚽ ⚽ সুপার এইট এর খেলায় ⚽⚽
এলিট ব্রাদার্স ফুটবল একাদশ পৌরসভার বিপক্ষে ৩(৩)-৩(৪) গোলের ব্যবধানে কুলাঘাট মন্ডল স্পোর্টিং ক্লাব জয় লাভ করে
তাদের জয়ের খবর শুনে খুশি হয়ে খেলোয়াড়দের মিষ্টি মুখ করান এবং সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন কুলাঘাট ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত তিন তিন বারের সফল চেয়ারম্যান জনাব মোঃ ইদ্রিস আলী মহোদয়। খেলোয়ারদের মাঝে মিষ্টি বিতরণকালে কুলাঘাট ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইদ্রিস আলী বলেন দেশকে মাদকমুক্ত করতে হলে ক্রীড়াঙ্গনের কোন বিকল্প নাই তাই আমরা চাই আমাদের তরুণ সমাজ যাতে খেলাধুলার মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারে এবং মাদক মুক্ত সমাজ গড়তে পারে এ ব্যাপারে সার্বিক সহযোগিতার বিষয় আমার কোন কমতি নাই। তাই কোলাঘাট খেলোয়াড়দেরকে যাতে করে তাদের খেলাধুলা সামগ্রী বিশেষ করে জার্সি খেলাধুলা সামগ্রী এসব বিষয় সার্বিকভাবে নিরলস ভাবে আমি সহযোগিতা করে যাচ্ছি এবং ভবিষ্যতে সহযোগিতা করব এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page