মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ লক্ষ্যে বুধবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্কাউটদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। জেলা তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. রফিকুউজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মিরাজুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক জনাব সুধীর চন্দ্র বর্মন। অন্যান্যেও মধ্যে বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেলা প্রতিনিধি ডা. জাকারিয়া, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) হৃদয় মাহমুদ চয়ন। কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাগত বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (মহিলা সমন্বয়) গাজী শরিফা ইয়াসমিন। কর্মশালায় জেলা ও উপজেলার সকল স্কাউটস সম্পাদক, কমিশনার, সহকারী কমিশনার, সাত উপজেলার স্কাউটস ইউনিট লিডার সহ স্কাউটস ও গার্লস গাইড সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতিবছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। এরমধ্যে প্রায় ১ লাখ ১০ হাজার জন মৃত্যুবরণ করে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় টাইফয়েড জ্বরে আক্রান্তের হার বাংলাদেশে অনেক বেশি। সমীক্ষা অনুযায়ী ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৮ হাজার জন টাইফয়েড জ্বরে মৃত্যুবরণ করে। এজন্য ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এজন্য শিশুদের জন্মনিবন্ধন থাকতে হবে বলে কর্মশালায় জানানো হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page