মোহাম্মদ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
রংপুর জেলা বিএনপির সদস্য সচিব জনাব আনিসুর রহমান লাকি আজ সকাল ৭:১০ মিনিটে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
রংপুর জেলা বিএনপি সদস্য সচিব আনিসুর রহমান লাকু রংপুর জেলা বিএনপির কাছে যেমন জনপ্রিয় তেমনি রাজনৈতিক কর্মকাণ্ড দ্বারা সাধারণ মানুষের হৃদয় মন জয় করতে পেরেছেন । দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো তিনি কিছু হতেন নি। বা কোন সময় নীতির কাছে আপোষ করেননি। লাকু ছিল সদা হাস্যজ্জল নিষ্ঠাবান এবং আদর্শ সংগ্রামী সৈনিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের বিষয় একনিষ্ঠ নিষ্ঠাবান এবং সংগ্রামী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। এই লড়াই সংগ্রাম করতে গিয়ে ফ্যাসিস্ট সরকার এর আমলে বারবার তিনি কারা বরণ করেছেন। তাই লাকুর নেতৃত্বকে সব সময় রংপুরবাসী মনে রাখবে এবং তার এই শূন্যতা কোনভাবেই পূরণ হবার নয় বলে আমরা মনে করি।
আনিসুর রহমান লাকুর মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবার পরিজন এবং আত্মীয়-স্বজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যাতে মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর পরিবারকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করে এবং মহান আল্লাহ রাব্বুল আলামীন যাতে তার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে বেহেস্ত নসিব দান করে আমিন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page