জুলফিকার আলী জুয়েল :
গাজীপুরের কালিয়াকৈর থানার ঠাকুরপাড়া এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ ধ্বংস করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ক্যাপ্টেন আরমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ১৫ হাজার লিটার চোলাই মদ ধ্বংস করা হয়। এসময় মাদক ব্যবসায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে সেনাবাহিনী সদস্যরা।
আটককৃতরা হলেন— স্বপন চন্দ্র বর্মন (১৭), অমিত বর্মন (২১), পবিত্র বর্মন (২৪), অনিক বর্মন (১৮), সুমিতা বর্মন (৪০) ও প্রিয়াংকা বর্মন (২০)। তাদের সকলের বাড়ি কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া গ্রামে।
পরে আটক ব্যক্তিদের কালিয়াকৈর থানায় সেনাবাহিনীর সদস্যরা হস্তান্তর করেন।
এ বিষয়ে জাতীয় স্কাউটিং প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক বেইজ ক্যাম্পের সিএফএস মাহবুব বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে এই ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।”
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page