মোঃ মোহাইমেনুর রহমান সানা-বিশেষ প্রতিনিধি,নীলফামারী :
সম'কা'মী'তার অভিযোগে মাহামুদুর রহমান নামে এক সেনাসদস্যকে মা'র'ধর ও অমানুষিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে।
ঘটনাটি বৃহৎ আকার ধারন করলে জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব আরজু মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে সোনা সদস্যদের সহযোগিতায় ওই সেনা সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয় এবং ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়।আটককৃতদের মধ্যে ইউনিয়ন ছাত্রদল সভাপতি হেলালকেও আটক করা হয় বলে জানা গেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, সম'কা'মি'তার অভিযোগ তুলে সেনাসদস্যকে রশি দিয়ে বেঁধে শারীরিক ও মানসিকভাবে নির্যা'তন করেন অত্র এলাকার উত্তেজিত জনতা।
আটকৃতদের কোর্টে সোপর্দ করে সেনা সদস্যের অপরাধ যাচাই বাচাই করে পদক্ষেপ নেওয়া হবে হবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।উক্ত ঘটাকে কেন্দ্র করে এক সাংবাদিক সহ বেশ কিছু উৎসুক জনতা আহত হয়েছেন বলে জানা গেছে।খোঁজ নিয়ে জানা গেছে বর্তমান ওই এলাকায় উপস্থিতি শান্ত রয়েছে।তবে জলঢাকা সর্বস্তরের জনগণ এমন ঘৃণ অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page