টাঙ্গাইল প্রতিনিধি :
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৭নং আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ইউপি সদস্য আনোয়ার হোসেন জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।
এ বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, প্রাপ্ত অভিযোগটি প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page