সাইমন :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ শিশু, যাদের প্রায় অর্ধেকই কন্যাশিশু। তাই আমাদের ভবিষ্যতের মা ও নাগরিক এই কন্যাশিশুদের নিরাপত্তা, মানসম্মত শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে হবে এবং তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।
মঙ্গলবার (৮ অক্টোবর) ‘জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, “এই কন্যাশিশুরাই আগামীর স্বপ্ন, যারা দেশ মাতৃকার কল্যাণে অকুতোভয়ে কাজ করবে, বিশ্বের সামনে বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে।”
তিনি আরও বলেন, ‘আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এটি সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক একটি প্রতিপাদ্য বলে আমি মনে করি।
এ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষায় গত জুলাই-আগস্টে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে কিশোরী ও নারীরা সম্মুখ সারিতে থেকে ভূমিকা রেখেছেন। তারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে।
প্রফেসর ইউনূস আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নারী-পুরুষ নির্বিশেষে দেশের সকল নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে। সমাজে কন্যাশিশু ও ছেলে শিশুর সমতা প্রতিষ্ঠার জন্য সরকার নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশসহ বেশ কিছু সাংবিধানিক ও কাঠামোগত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page