আবদুল্লাহ আল মামুন-সাতক্ষীরা :
সাতক্ষীরায় ভোমরা শুল্ক স্টেশনকে ‘কাস্টমস কমিশনারেট’ হিসেবে স্বীকৃতির সম্ভাবনা রয়েছে চলতি অক্টোবর মাসে।
এই স্বীকৃতি বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের বাণিজ্যিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং ভোমরা বন্দরের আর্থিক ও প্রশাসনিক গুরুত্ব আরও বৃদ্ধি পাবে।
সাতক্ষীরায় ভোমরা কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, পূর্ব ঘোষিত সার্বিক অবকাঠামো উন্নয়ন ও অগ্রগতির প্রতিশ্রুতি পূরণ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৭ আগস্ট কমিশনারেট স্বীকৃতির উদ্যোগ গ্রহণ করা হলেও কিছু স্বার্থান্বেষী মহলের প্রভাবের কারণে কার্যক্রম বিলম্বিত হয়। তবে সব বাধা অতিক্রম করে অক্টোবরেই স্বীকৃতি আসার সম্ভাবনা রয়েছে।
ভোমরা বন্দর ব্যবহারকারী আমদানি-রপ্তানিকারকরা জানান, দেশের ভৌগলিক অবস্থান বিবেচনায় দক্ষিণাঞ্চলের বাণিজ্যিক ব্যবস্থাপনায় ভোমরা বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের ১৮টি স্থল বন্দরের মধ্যে এটি আমদানি-রপ্তানিতে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়।অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে কাস্টমস কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। নব নির্মিত কমপ্লেক্সটি উদ্বোধন করা হয় ২০২৪ সালের ২১ জুন, যেখানে রয়েছে
সাততলা বিশিষ্ট প্রশাসনিক ভবন; তিনতলা যাত্রী সেবা ও ব্যাগেজ স্ক্যানিং ভবন; চারতলা অফিসার্স কোয়ার্টার; পাঁচতলা ডরমিটার এবং দুইতলা কাস্টমস কমিশনারের বাস ভবন।
বর্তমানে শুধু জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে কমিশনারেট স্বীকৃতি পাওয়ার অপেক্ষা রয়েছে। বন্দরের অবশিষ্ট অবকাঠামো উন্নয়নের কাজও চলমান রয়েছে। এর মধ্যে রয়েছে: নতুন ও বৃহৎ ওয়্যারহাউস ও শেড নির্মাণ; গাড়ি পার্কিং ইয়ার্ড; বন্দর অভ্যন্তরে উন্নত ও টেকসই সড়ক নির্মাণ এবং জমি অধিগ্রহণসহ স্থল বাণিজ্যের প্রাতিষ্ঠানিক উন্নয়ন।
ভোমরা কাস্টমসের প্রশাসনিক কর্মকর্তারা জানান, কমিশনারেট স্বীকৃতি আসলে বন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। এর ফলে রাজস্ব অর্থনীতিতে অবদান বাড়বে এবং দেশের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page