মোঃ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
লালমনিরহাট জেলার তিস্তা ব্যারেজে উজানের ঢল ও প্রবল বৃষ্টির কারণে তিস্তা ব্যারেজের পানি বিপদ সীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে করে তিস্তা পাড়ের ২০ হাজার মানুষ বর্তমানে পানিবন্দী অবস্থায় আছে এবং খাবার সংকটের মধ্যে দিনাতিপাত করতেছে।
এই পানি বৃদ্ধির কারণে ২০ হাজার পরিবারের মধ্যে অনেক খাবার সংকট দেখা দিয়েছে।
তাই তিস্তা ব্যারেজের পানি বৃদ্ধির কারণে এই ২০০০০ পরিবারকে নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এই খাবার বিতরণ কালে জনাব আসাদুল হাবিব দুলু বলেন অনতিবিলম্বে বর্তমান সরকারের কাছে আমার দাবি অতি দ্রুত তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
তা না হলে তিস্তা পাড়ের মানুষের কোনদিনও দুঃখ দুর্দশা লাগব হবে না । তাই এলাকার বিত্তবান দের কাছে আমার আহ্বান এই পানিবন্দী তিস্তা পাড়ের মানুষসের এই দুর্দিনে সবাইকে আর্থিক সাহায্য ও নগদ শুকনা খাবার সরবরাহ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page