মোহাম্মদ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মজিবুর রহমানের অবসর জনিত বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন লালমনিরহাট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
লালমনিরহাট জেলার শিক্ষক বৃন্দ লালমনিরহাট জেলা শিক্ষা অফিসারের অবসর জনিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে করে লালমনিরহাট জেলার প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ গুণীজনের সংবর্ধনার বিষয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান গনের মধ্যে বিশেষ করে চর কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ইদ্রিস আলী সার্বিকভাবে নেতৃত্ব দেন।
জনাব ইদ্রিস আলী তার বক্তব্যে বলেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার জনাব মজিবুর রহমান একজন সৎ এবং নির্ভীক ব্যক্তি ছিলেন।
উনি নীতির ব্যাপারে কোন সময় আপোষ করতেন না। ওনার তত্ত্বাবধানে লালমনিরহাট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার সমস্যা উনি ওনার যোগ্য নেতৃত্বে অতি দ্রুত বেগে সমাধান করার চেষ্টা করেছেন । যার কারনে লালমনিরহাট জেলার শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকবৃন্দ আমরা তার কাছে চির কৃতজ্ঞ এবং ঋণী।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page