আকতারুজ্জামান তানোর, রাজশাহী :
রাজশাহীর তানোরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ৩৬তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা মোসা. নাঈমা খান। বুধবার বিকেলে তিনি নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। যোগদানের পর প্রশাসন ভবনের সামনে ফুলেল শুভেচ্ছা দিয়ে তাঁকে বরণ করে নেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খান, কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়া তাঁকে শুভেচ্ছা জানাতে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর শাখার আমির আলমগীর হোসেনসহ দলীয় নেতাকর্মীরা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক এবং সুধীজন।
এর আগে নাঈমা খান গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা।
নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে ইউএনও নাঈমা খান বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী সর্বস্তরের মানুষের সাথে সমন্বয় করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবো। এজন্য রাজনৈতিক ব্যক্তিত্বসহ সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা চাই। তানোর বাসির জন্য উপজেলা প্রশাসনের দরজা সর্বদা উন্মুক্ত থাকবে।” তানোরে তাঁর এই যোগদানকে ঘিরে সর্বস্তরে এক ধরনের আশাবাদ বিরাজ করছে।#
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page