মুহাম্মাদ রমজান মাহমুদ-মানিকগঞ্জ
মন্ত্রণালয়ের আদেশের পর ডেরা রিসোর্ট বন্ধ ও এশিয়ার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী ও তৌহিদী জনতা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
লিখিত স্মারকলিপিতে পাঁচ দাবি জানান এলাকাবাসীরা। তারা বলেন, ডেরা রিসোর্টের কার্যক্রম বন্ধ করে কলকারখানা স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দখলকৃত কবরস্থান উদ্ধার করে গ্রামবাসীর জন্য উন্মুক্ত করতে হবে। ভরাটকৃত সরকারি খাল উদ্ধার করে ফসলি জমির জলাবদ্ধতা নিরসনের জন্য খালটি পুন:খনন করতে হবে। জমিজমা হারানো ক্ষতিগ্রস্তদের জমিজমা উদ্ধার এবং সর্বশেষ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর।
স্মারকলিপি প্রদান কালে জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক, মুফতি আব্দুল হান্নান, নবগ্রাম জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মাদুল্লাহ আল মাহমুদ, কোর্ট মসজিদে খতিব মুফতি রফিকুল ইসলাম, মুফতি হাসান মুহাম্মাদ শরীফ, মাওলানা আব্দুল মতিন, জেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান, ঘিওর উপজেলা পরিষদের ইমাম মাওলানা আলমগীর হোসেন, মাওলানা শেখ মাহবুবুর রহমান, মাওলানা আশিকুর রহমান সানোয়ার
ভুক্তভোগী মাওলানা আব্দুর রাজ্জাক, মোহাম্মদ লিটন মিয়া সহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলার ঘিওর উপজেলার বালিয়াখোরা ইউনিয়নে অবস্থিত এই ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার। ২০২২ সালে এই রিপোর্টটি প্রতিষ্ঠা করে এশিউর গ্রুপ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page