তানিম আহমেদ-নালিতাবাড়ী শেরপুর :
শেরপুরের নালিতাবাড়ীতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে আব্দুর রহমান (১৩) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ রাব্বি ও লাবীব নামের দুইজনকে গ্রেপ্তার করেছে।
ঘটনাটি ঘটেছে গত রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে। নিহত আব্দুর রহমান উত্তর গড়কান্দা শিমুলতলা পল্লী বিদ্যুৎ এলাকার হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আব্দুর রহমান ও তার পাঁচ বন্ধু— আশিক, স্বাধীন, জীবন, সিয়াম ও হিমেল— ওইদিন বিকেলে অটোরিকশা নিয়ে খড়িয়াপাড়ায় বেড়াতে যায়। এদের মধ্যে কয়েকজন স্থানীয় এক কিশোরীকে পছন্দ করতো। একই কিশোরীকে খড়িয়াপাড়া গ্রামের রোকন নামের আরেক কিশোরও পছন্দ করায় দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।
এর জের ধরে রোকন তার বন্ধু ফায়সালসহ কয়েকজনকে নিয়ে আব্দুর রহমানদের ওপর হামলা চালায়। হামলায় আব্দুর রহমান, আশিক ও হিমেল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে আব্দুর রহমানকে ময়মনসিংহ মেডিকেলে এবং সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। সোমবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহতের চাচা সাবেক ইউপি সদস্য মতিউর রহমান জানান, এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা করা হয়েছে ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page