মাসুদুর রহমান-স্টাফ রিপোর্টার :
নড়াইল লোহাগড়া উন্নয়নমূলক কর্মকান্ড ও ভূমি সেবা সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র ভূমি ব্যবস্থাপনা দালাল মুক্ত সেবা নিশ্চিত অবৈধ দখলচ্ছেদ অবৈধ বালু উত্তোলন বন্ধসহ বিভিন্ন পদক্ষেপে তিনি স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন গত এক বছরে লোহাগড়া পৌর এলাকায় প্রায় ২২- ২৩ টি উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন বা চলমান রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো লোহাগড়া থানার সামনে চৌরাস্তা থেকে পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত ৩০০ মিটার রাস্তা নির্মাণ বাজারের ফল পট্টি থেকে বাজারের ব্রিজ পর্যন্ত ২৫০মিটার রাস্তা সরকারি পাইলট স্কুল থেকে বাজারে ফল পট্টি পর্যন্ত ১৫০ মিটার ড্রেন সহ রাস্তা মোল্লার মাঠ থেকে আদর্শ স্কুল পর্যন্ত ৩০০ মিটার রাস্তা ও স্কুলের চারপাশে ওয়াকওয়ে মহিলা কলেজ থেকে মেইনরোড পর্যন্ত সংযোগ সড়ক জয়পুর স্কুলে ২৫০মিটার রাস্তা পাইলট মডেল স্কুল অভিভাবকদের জন্য বসার সিট ও চলাচলের জন্য রাস্তা পৌর এলাকায় বিভিন্ন মসজিদ মন্দির ঈদগাহ কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে গভীর নলক স্থাপন করা হয়েছে লোহাগড়া ঈদগা এবং লক্ষীপাশা কবরস্থানে সংস্কার ও উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে এছাড়া লক্ষ্মীপাশা কালী মন্দিরে সামনে রাস্তা পাকা করুন করা হয়েছে এবং লোহাগড়া বাজারে গরু ঘাট স্থাপন ও পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে নাগরিক সেবা আরও গতিশীল করতে পৌরসভার সনদ প্রদান করা হয়েছে ভূমি সেবার ক্ষেত্রে ও নজির স্থাপন করেছে মিঠুন মৈত্র গত এক বছরে প্রায় ১৫ হাজার নামজারি দ্রুত হয়েছে যার ফলে সাধারণ মানুষ ভূমি সেবা গ্রহণে স্বস্তি পাচ্ছে স্থানীয়দের প্রত্যাশা সহকারী কমিশনার (ভূমি)ও পৌর প্রশাসক মিঠুন মৈত্রের জনবান্ধব পদক্ষেপ ভবিষ্যতে ও অব্যাহত থাকবে এবং লোহাগড়া পৌর সভা একটি সুশৃংখল ও উন্নত প্রশাসনিক ব্যবস্থাপনায় মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page