বদিউজ্জামান-জলঢাকা, নীলফামারী :
নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার দুপুরে জলঢাকা প্রেসক্লাবের মিলনায়তনে জলঢাকায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুভ সূচনা কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রুহুল আজাদ এবং আলমগীর হোসেন। তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়াও, সাংবাদিকরা জলঢকার বর্তমান উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা এবং নিরাপত্তা বিষয়ক তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
জলঢাকা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মানিক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন এবং জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ বক্তব্য রাখেন। তারা সাংবাদিকদের পেশাগত পরিবেশ উন্নয়ন এবং নির্বাচনকালীন সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন।
নীলফামারী-০৩ (জলঢাকা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর পক্ষে নির্বাচনী প্রধান সমন্বয়কারী এম. শরিফুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন। তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এছাড়াও, আসন্ন নির্বাচনে দলের প্রচার-প্রচারণার কৌশল, এলাকার উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এই সভাটি এলাকার গণমাধ্যম কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যেখানে তারা নির্বাচনী সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে সক্ষম হয়েছেন
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page