মোঃ মোহাইমেনুর রহমান সানা-বিশেষ প্রতিনিধি :
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ) সকাল ১০.৩০ ঘটিকায় নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়।
পুলিশ সুপার মহোদয় পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
বক্তব্যের মাঝে পুলিশ সুপার বলেন সামনে সনাতনীদের সব বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।বিশৃঙ্খলাকারীগন পুঁজাকে ঘিরে নানা মুখী ষড়যন্ত্র প্রশাসনকে ব্যর্থ করা মত পরিস্থিতি তৈরি করতে পারে।এতএব প্রশাসনের সমস্ত বাহিনী পুজোকে সফল করার জন্য নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করবেন।বিশৃঙ্খলা হতে পারে এমন তথ্য পেলেই সাথে আইনি পদক্ষেপ গ্রহন করারও আহবান জানান।
আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় জেলার আগস্ট / ২০২৫ মাসের থানা ভিত্তিক অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।পুলিশের কর্মকর্তাগন তাদের বক্তব্যে বলেন গন ৫৪ বছর বাংলাদেশের পুলিশ রাজনৈতিক দল গুলোর কারনে পুরোপুরি জনগণের হতে পারেনি।এখন আমাদের সুযোগ আসছে পুরোপুরি জনগণের হয়ে কাজ করার জন্য।আমরা পুলিশ বাহিনী এ সুযেগ হাতছাড়া করতে চাই না।এজন্য কর্মকর্তাগন পুলিশের উত্তরপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page