নিজস্ব প্রতিবেদক :
অস্ট্রেলিয়া কক্সবাজারে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রমে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তারা ‘এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো’র সক্ষমতা বাড়িয়ে মানবিক ও উন্নয়নমূলক কাজে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সহায়তা করবে।
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পবকে ‘ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং ফর প্রোমোটিং অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি’ (ইস্পাত) শীর্ষক উচ্চ পর্যায়ের পলিসি ডায়লগে এই অঙ্গীকার করেন। সংলাপটি সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়ান হাইকমিশন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংলাপে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি এবং বিভিন্ন এনজিওর শীর্ষ ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এনজিও বিষয়ক ব্যুরো এবং ইউএনডিপি যৌথভাবে এর আয়োজন করে। স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং অন্তর্ভুক্তিমূলক প্রশাসন নিশ্চিতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয় সংলাপে।
বক্তারা বলেন, কক্সবাজারের মত জেলায় যেখানে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়রা পাশপাশি বসবাস করছেন, সেখানে সরকার, উন্নয়ন অংশীদার ও নাগরিক সমাজের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। এর মাধ্যমে গড়ে ওঠা সহনশীল ব্যবস্থা সবার জন্য সমান সেবা নিশ্চিতে সাহায্য করবে।
এই ‘ইস্পাত’ কর্মসূচির লক্ষ্য হল প্রাতিষ্ঠানিক সংস্কারকে আরও শক্তিশালী করা। যাতে ব্যুরো সুশাসন প্রতিষ্ঠা করতে পারে এবং মানবিক সহায়তা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারে।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page