নিজস্ব প্রতিবেদক :
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী টঙ্গীতে কেমিক্যাল কারখানায় দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আজ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে টঙ্গীতে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের দেখতে গিয়ে তিনি এ নির্দেশ দেন।
এ সময়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।’
তিনি বলেন, গতকাল টঙ্গীতে কেমিক্যাল কারখানায় দুর্ঘটনায় চারজন ফায়ার সার্ভিস কর্মী দগ্ধ হয়েছে। এর মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
তিনি বলেন, উক্ত হাসপাতালে চিকিৎসা খুবই ভালো। আশা করছি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে।
সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগে পুরান ঢাকায় কেমিক্যাল কারখানায় দুর্ঘটনার কারণে তা সরিয়ে মুন্সীগঞ্জে নেয়া হয়েছে। টঙ্গীর এ ঘটনা দু:খজনক।
এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহম্মদ নাসির উদ্দিন বলেন, দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতালে আশার সাথে সাথে চিকিৎসা শুরু হয়েছে। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি বলেন, ‘দগ্ধদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদের প্রায় ১০০ শতাংশ পুড়ে গেছে। আরেকজনের ৪২ শতাংশ, অন্য একজনের ৫ শতাংশ পুড়ে গেছে।’
উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট এলাকার একটি কেমিকেল গোডাউনে আগুন লাগলে নিয়ন্ত্রণের সময় ফায়ার সার্ভিসের চার কর্মী দগ্ধ হন।
সূত্র : বাসস...
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page