মধ্যনগর (সুনামগঞ্জ) :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিশ্বেশ্বরী পাবলিক স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩শে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় কলেজের হল রুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীরা।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার। সহকারী শিক্ষক মাখন চন্দ্র মহানায়কের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব উজ্জ্বল রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুল কবীর।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। প্রকৃত শিক্ষার মাধ্যমেই একটি জাতি তার লক্ষ্য অর্জনে সক্ষম হয়। শিক্ষার কোনো বিকল্প নেই। ছাত্র, শিক্ষক ও অভিভাবকের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীণ উন্নয়ন সম্ভব।”
এছাড়াও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিসবাহ, সহকারী অধ্যাপক গোলাম জিলানী, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা, প্রভাষক সুজন সরকার, প্রভাষক মিলন মিয়া ও সহকারী শিক্ষক সমীরণ তালুকদার প্রমুখ।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠান শেষ হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page