স্টাফ রিপোর্টার :
গাজীপুরে ফুটপাতের দোকানের ন্যায় একের পর এক গড়ে উঠছে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল। যথাযথ অনুমোদন, লাইসেন্স কিংবা বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াই এসব প্রতিষ্ঠানে চলছে চিকিৎসা কার্যক্রম। এতে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে প্রতিনিয়ত।
শিশুরা ছোটবেলায় যেমনিভাবে স্কুলে যেমন খুশি তেমন সাজতেন, শিশুরা জানতো না কোন সাজের কতটুকু মূল্য আছে, তেমনিভাবে গাজীপুরের অবৈধ ডায়গনস্টিক সেন্টার গুলো মানুষের সাথে চিকিৎসা নামে প্রতারণা করে যাচ্ছে, সেগুলোর মধ্যে অন্যতম বড় বাড়ি আধুনিক ডায়াগনস্টিক সেন্টার, শুধুমাত্র বিভিন্ন জায়গায় লাইসেন্সের আবেদন করেই কার্যক্রম পরিচালনা করে থাকে।
এসব অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা, তবে আবেদন করেই তারা এজাতীয় কার্যক্রম পরিচালনা করতে পারে না এই বিষয়টিও জানেন সংশ্লিষ্ট কর্মকর্তারা, তবে জেনেও কেন তারা না জানার ভান করেন, কেনই বা এই জাতীয় প্রতিষ্ঠানগুলো চালু থাকে, তাহলে কি ধরে নেয়া যায় সর্ষের মধ্যেই ভূত, যদি তান হয় তাহলে এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা অভিযোগ করেন, সাধারণ মানুষ সাশ্রয়ী চিকিৎসার আশায় এসব প্রতিষ্ঠানে গেলেও ন্যূনতম সেবা না পেয়ে প্রতারিত হচ্ছেন। প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় অনেক রোগী ভুল রিপোর্টের কারণে ভোগান্তিতে পড়ছেন।
এ বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, অনুমোদনবিহীন কোনো প্রতিষ্ঠানকে চিকিৎসা কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হবে না। ইতোমধ্যে বেশ কয়েকটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।
সচেতন মহলের দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে অবৈধ এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কারণে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page