আবদুস সহিদ সুমন-কমলনগর (লক্ষীপুর) :
আজ চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমলনগর, লক্ষীপুরে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “মা সমাবেশ”। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়েরা বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোসলেহ উদ্দিন , এবং বক্তব্য রাখেন সহকারী শিক্ষকগণ ও স্থানীয় অভিভাবক প্রতিনিধিরা। বক্তারা বলেন, “শিক্ষার্থীদের শৃঙ্খলা, মনোযোগ এবং নৈতিক শিক্ষার ভিত্তি গড়ে উঠে পরিবারে, বিশেষ করে মায়ের হাত ধরেই।”
সমাবেশে মা ও শিক্ষকরা একসাথে শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠ্য অগ্রগতি এবং বিদ্যালয়ভিত্তিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে টিফিনবাক্স ও খাতা বই বিতরন করেন।
এমন একটি উদ্যোগ মা ও বিদ্যালয়ের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সবাই।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page