তানিম আহমেদ-নালিতাবাড়ী, শেরপুর :
শেরপুরের নালিতাবাড়ীতে দোকান ছাড়ার কথা বলায় ঘরমালিককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আমবাগান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফজর আলী (৫৩) আমবাগান বেকিকুড়া গ্রামের মৃত নিজামুদ্দিনের ছেলে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ফজর আলী জানান, ২০২১ সালে তিনি আমবাগান বাজারে আব্দুল মোতালেব আমিন খলিফার কাছ থেকে জমিসহ একটি দোকানঘর ক্রয় করেন। ওই দোকানে আগে থেকে আব্দুল মোতালেবের ভাড়াটিয়া মো. দুলাল (৫০) ফার্মেসি ব্যবসা চালিয়ে আসছিলেন।
কিন্তু দোকান ছাড়ার বিষয়টি নিয়ে নতুন মালিক ফজর আলীর সঙ্গে দুলাল মিয়ার তর্কাতর্কি হয়। একপর্যায়ে দুলালের ছেলে মো. জিহাদ (১৭) লোহার রড দিয়ে ফজর আলীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।
স্থানীয়রা আহত অবস্থায় ফজর আলীকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, "ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page