আকতারুজ্জামান-তানোর, রাজশাহী :
‘‘শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়’’ স্লোগানকে সামনে রেখে তানোরে এডিপি ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশুশ্রম মুক্ত ঘোষণা ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহীর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার লোটাস চিসিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন তানোর এরিয়া প্রোগ্রামার বিমল জেমস্ কস্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, তানোর থানার এসআই নাঈম হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবু সাঈদ হোসেন, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান তানোর পৌরসভা ও পাঁচন্দর ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেন।
এছাড়া অনুষ্ঠানের শেষে ১৮ জন অসহায় মহিলার মাঝে সেলাই মেশিন, মুদি দোকানের জন্য মালামাল, এবং চায়ের দোকানের জন্য গ্যাসের চুলা ও সিলিন্ডার বিতরণ করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page