ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে শিক্ষার্থীদের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এপির আয়োজনে নগদ অর্থ সহায়তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা অডিটোরিয়াম রুমে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে অনুষ্ঠানে উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান।
এসময়ে উপস্থিত ছিলেন, "উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার বিশ্বাস, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্মাম মাহমুদা, সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধি ফিল্ড সুপারভাইজার খবির চন্দ্র মাহাত, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, চাইল্ড প্রটেকশন অফিসার প্রদীপ হাসদা, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী, রোজলীন মিতু কোড়াইয়া প্রমুখ।"
উক্ত সময়ে স্বাস্থ্য, শিশু সুরক্ষা ও শিশু শ্রম বন্ধের লক্ষে শ্রমের সঙ্গে জড়িত ১৭টি শিশুর পরিবারের মাঝে শর্ত সাপেক্ষে নগদ অর্থ, ৮টি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহায়ক সামগ্রী, ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও শিকড় শিক্ষণ কেন্দ্রে ১৮০ শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু নিরোধে মশারী বিতরণ করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page