সাবিনা ইয়াসমিন :
কোনাবাড়িতে হোটেল নিউ মুন ফ্রেশ এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগে হোটেল মালিক স্বপন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাংবাদিক মোঃ জুলফিকার আলী জুয়েল ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় হোটেলে অনৈতিক কার্যকলাপের বিষয়ে অনুসন্ধান করতে গেলে হোটেল মালিক স্বপনের নির্দেশে তার কর্মচারীসহ কয়েকজন মিলে তাকে মারধর করে।
আহত সাংবাদিক জানান, হোটেলে থাকা বেশ কয়েকজন যুগল নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিলেও কোন বৈধ প্রমাণপত্র দেখাতে পারেননি। অভিযোগ অনুযায়ী, মালিক স্বপন সরাসরি হামলায় অংশ নেন, এবং অন্যদের নেতৃত্ব দেন।
প্রাথমিক চিকিৎসা শেষে, সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্বপন আহমেদকে গ্রেফতার করেন। অন্য অভিযুক্তদের সনাক্তের কাজ চলছে।
এ ঘটনার পর সাংবাদিক সমাজসহ সচেতন মহল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page