মোঃ আবুল কালাম-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কয়েকজন শিক্ষক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ নিয়ে স্থানীয় আমির হোসেন সোমবার (২২ সেপ্টেম্বর) নবীনগর রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ একাধিক শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। কেউ সময়মতো ক্লাস নেন না, কেউ অযথা ছুটি কাটান—ফলে বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা অচল হয়ে পড়েছে। এতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় চরম ব্যাঘাত ঘটছে এবং শিক্ষার মান ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শুধু শিক্ষক নয়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধেও রয়েছে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ। স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, যা শিক্ষার পরিবেশকে আরও নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
সংবাদ সম্মেলনে আমির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন—
“বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত অনুপস্থিত থাকেন। শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। আমরা অভিভাবকরা ভীষণভাবে উদ্বিগ্ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানাই।”
এমন অভিযোগকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যেও তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তারা আশা করছেন, স্থানীয় প্রশাসন দ্রুত তদন্ত করে বিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page