সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে মোজাহিদুল ইসলাম রুমি নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ভিকটিম ওই নারী থানায় অভিযোগ করেছেন।
এ ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
অভিযুক্ত মোজাহিদুল ইসলাম রুমি শহরের কলাহাট এলাকার রুমি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।
ভুক্তভোগী নারী বলেন, সম্প্রতি তিনি শহরের কলাহাট এলাকায় একটি বাসা ভাড়া নেওয়ার জন্য খোঁজ করতে যান। কলাহাট মোড়ে গিয়ে মোজাহিদুল ইসলাম রুমির সঙ্গে পরিচিত হন। রুমি পশু হাসপাতাল পাড়ায় একটি বাসার খোঁজ দেন এবং বলেন বাসাটি তার বন্ধু ইকরামুলের। আপনি আপনার মোবাইল নম্বর রেখে যান পরে আপনাকে জানাব।
তিনি আর ও বলেন, এর দুইদিন পর পর রোববার (২১ সেপ্টেম্বর) তিনি ফোন করে যেতে বলেন। সেখানে গেলে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের পেছনের একটি গুদামে বসতে বলেন। সেখানে বসলে রুমি কিছুক্ষণ পর এসে আমাকে একপর্যায়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় তিনি চিৎকার দিতে চাইলে তাকে মেরে ফেলার হুমকিও দেয় রুমি। রুমি এসময় বলে রাজনীতি করি তোকে এখানে মেরে পুঁতে রাখলে কে বাঁচাতে আসবে।
এ ব্যাপারে অভিযুক্ত ব্যবসায়ী মোজাহিদুল ইসলাম রুমি ধর্ষণের অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, বিরোধী রাজনীতি করলে অনেক কিছুই রটানো হয়। আমি সত্যিই এ বিষয়ে কিছুই জানি না।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, রোববার রাতে এক নারী থানায় এসে একটি ধর্ষণের অভিযোগ দিয়েছেন। সোমবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগী ওই নারীকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলেও জানান তিনি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page